অধ্যায় ১
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তর: অস্ট্রিক
বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
উত্তর: দ্রাবিড়
বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
উত্তর: নিষাদ
আর্য এটি কীসের নাম?
উত্তর: জাতিগোষ্ঠীর নাম
আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উত্তর: ইরান
আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: বেদ
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তর: অস্ট্রিক
দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?
উত্তর: দ্রাবিড়
ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন?
উত্তর: হযরত শাহ জালাল
মা-হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন?
উত্তর: চীন
চীনের পরিব্রাজক মা-হুয়ান সোনারগাঁও সফর করেন -
উত্তর: ১৪০৬
মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?
উত্তর: ইন্ডিকা
ফা-হিয়েন ছিলেন একজন -
উত্তর: পরিব্রাজক
বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
উত্তর: ফা-হিয়েন
চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন?
উত্তর: ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন?
উত্তর: ফা হিয়েন
চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর: চীনা পরিব্রাজক
হিউয়েন সাং বাংলায় (ভারতবর্ষে) এসেছিলেন যার আমলে-
উত্তর: হর্ষবর্ধন
চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন?
উত্তর: ৬৩৮ সালে
হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেন -
উত্তর: কামরূপ ,তাম্রলিপ্তি ,সমতট
মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
উত্তর: নালন্দা বিহার
চীনা পরিব্রাজক হিউয়েন সাং-এর দীক্ষাগুরু কে ছিলেন?
উত্তর: শীলভদ্র
কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করেন?
উত্তর: শীলভদ্র
ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
উত্তর: Morocco
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তর: ফখরউদ্দিন মুবারক শাহ
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
উত্তর: চতুৰ্দশ
বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন?
উত্তর: ১৩৪৫ সালে
মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম “বাঙ্গালা” শব্দ ব্যবহার করেন?
উত্তর: ইবনে বতুতা
ইবনে বতুতার গ্রন্থের নাম -
উত্তর: রেহেলা
‘সফরনামা” গ্রন্থের রচয়িতা -
উত্তর: ইবনে বতুতা
কে বাংলাকে ‘দোযখপুর নিয়ামত' বলে অভিহিত করেন?
উত্তর: ইবনে বতুতা
কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন?
উত্তর: ইবনে বতুতা
পরিব্রাজক কাকে বলে ?
উত্তর: পর্যটক
মেগাস্থিনিস ছিলেন একজন -
উত্তর: রাষ্ট্রদূত
মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?
উত্তর: চন্দ্ৰগুপ্ত মৌর্য
Ain-i-Akbori is written by -
উত্তর: Abul Fazal
দেশবাচক ‘বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
উত্তর: আইন-ই-আকবরী
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
উত্তর: আইন-ই-আকবরী
চীন দেশীয় ইতিহাসের জনক সুমা-কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন -
উত্তর: খ্রি. পূর্ব ১ম শতকে
“তবকাত-ই-নাসিরী” রচনা করেন -
উত্তর: মিনহাজ-ই-সিরাজ
তাম্রলিপি কী?
উত্তর: তামার পাত্রে শাসনাদেশ
তামার পাত্রে খোদাই করা প্রাচীন কালের রাজাজ্ঞা হল -
উত্তর: তাম্রশাসন
ইতিহাসের উৎস নয় কোনটি?
উত্তর: পাঠ্যবই
‘রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কলহন
সর্বপ্রথম ‘বঙ্গ’র উল্লেখ পাওয়া যায় -
উত্তর: ঐতরেয় আরণ্যক
“আকবর নামা” গ্রন্থের লেখক কে?
উত্তর: আবুল ফজল
‘রিয়াজ আস সালাতিন' এটা কি ধরনের গ্রন্থ?
উত্তর: ঐতিহাসিক