অধ্যায় ২
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি ?
উত্তর: মৌর্য সাম্রাজ্য
প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
পাটালিপুত্র রাজধানী ছিল -
উত্তর: গুপ্তদের এবং মৌর্যদের
চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত -
উত্তর: অর্থনীতিবিদ এবং কূটনীতিক
কৌটিল্য কার নাম ?
উত্তর: প্রাচীন অর্থ শাস্ত্রবিদ
‘অমরকোষ’ কি জাতীয় গ্রন্থ?
উত্তর: অভিধান
‘মেঘদূত কাব্য’ কার লেখা ?
উত্তর: মহাকবি কালিদাস
মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন-
উত্তর: গুপ্ত যুগের
অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
উত্তর: মৌর্য বংশের
কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?
উত্তর: কলিঙ্গের যুদ্ধ
কোন সম্রাটের শাসন আমলে এদেশে বৈদ্য ধর্মের প্রসার ঘটে -
উত্তর: সম্রাট অশোক
বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট টাইন কাকে বলা হয় ?
উত্তর: সম্রাট অশোক
রাজা ‘কনিষ্ক’ কোন বংশের শাসক?
উত্তর: কুষাণ বংশের
চরক ছিলেন একজন -
উত্তর: আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ
কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
উত্তর: গুপ্ত যুগ
ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্য কে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় ?
উত্তর: গুপ্ত যুগের
প্রাচীন নগরী বলা হয় না -
উত্তর: বিশাখা পত্তম কে
ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তর: সমুদ্র গুপ্তকে
প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
উত্তর: গোপাল
বরেন্দ্র কোন রাজাদের পিতৃভূমি ছিল?
উত্তর: রাজা পাল
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি ?
উত্তর: পাল বংশ
কোন বংশ বাংলায় ৪০০ বছরের মত শাসন করেছে?
উত্তর: পাল বংশ
বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গোপাল
বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: বৌদ্ধ
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: রাজা ধর্মপাল
পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা ?
উত্তর: তালপাতার উপর
তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন ?
উত্তর: পাল যুগের
‘অষ্টাসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ কি?
উত্তর: বৌদ্ধ পুথি
কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে ?
উত্তর: দ্বিতীয় মহিপালের
কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: দিব্য
পাল শাসন আমলে রচিত অন্যতম একটি কাব্য হল -
উত্তর: রাম চরিতম
‘রামচরিত’ কাব্য কে লিখেছেন ?
উত্তর: সন্ধ্যাকর নন্দী
মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর: ৭ম – ৮ম শতক
' মাৎস্যন্যায় ' ধারনাটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: আইন- শৃঙ্খলাহীন
' মাৎস্যন্যায়ম ' নির্দেশ করে -
উত্তর: আইন-শৃঙ্খলা হীন অরজগত অবস্থা
মূলত ' মাৎস্যন্যায়ম ' নির্দেশ করে -
উত্তর: রাজনৈতিক পরিস্থিতি
' মাৎস্যন্যায়ম ' নির্দেশ করে -
উত্তর: শশাঙ্ক পরবর্তী কাল
' মাৎস্যন্যায়ম ' কোন শাসন আমলে দেখা যায় ?
উত্তর: গোপালের আগমন
' মাৎস্যন্যায়ম ' সম্পর্কে জানার উৎস হল -
উত্তর: পাল তাম্র শাসন আমলে
‘হর্ষচরিত’ গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তর: সন্ধ্যা কর নন্দীর বিবরণ
হর্ষবর্ধনের সভাকবি কে?
উত্তর: বাণভট্ট
প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল ?
উত্তর: বাণভট্ট
বঙ্গ ও গৌরব দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে ?
উত্তর: ২ টি
প্রাচীনকালে এদেশের কি নাম ছিল ?
উত্তর: ষষ্ঠ শতকে
শশাঙ্ক প্রথম জীবনে কি ছিলেন ?
উত্তর: বঙ্গ
বাংলার প্রাচীর নগর কর্ণসুবর্ণয়ের অবস্থান ছিল কোথায় ?
উত্তর: সামন্ত
শশাঙ্কের রাজধানী ছিল কোথায় ?
উত্তর: কর্ণসুবর্ণ
প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কোথায় ?
উত্তর: কর্ণসুবর্ণ