অধ্যায় ২
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে ?
উত্তর: ইরাক
দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে ?
উত্তর: মেসোপটেমীয় সভ্যতা
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা ?
উত্তর: মেসোপটেমীয় সভ্যতা
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর: মেসোপটেমিয়া
প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় ?
উত্তর: ব্যাবিলন
সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি ?
উত্তর: সিলমোহর
সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
উত্তর: পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা
কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার কানিংহাম
সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর: রাখালদাস বন্দ্যোপাধ্যায়
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তর: ১৯২২ সালে
সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: দ্রাবিড়গণ
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয় ?
উত্তর: ১৫০০
সিন্ধু সভ্যতা কোন যুগের ?
উত্তর: ব্রোঞ্জ যুগের
সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না ?
উত্তর: লোহার অস্ত্র
সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ?
উত্তর: তাম্র যুগের
মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় -
উত্তর: সাড়ে তিন হাজার বছরের প্রাচীন
'মহেঞ্জোদারো ' কথার অর্থ কি?
উত্তর: মৃতের ঢিবি
মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত ?
উত্তর: সিন্ধু প্রদেশে
হরপ্পা কোথায় অবস্থিত ?
উত্তর: পাকিস্তান
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
উত্তর: সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: সিন্ধু নদী
দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন কোনটি?
উত্তর: সিন্ধু অববাহিকা
প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর: হিব্রু সভ্যতা
জেরুজালেম নগরী কে কেন্দ্র করে গড়ে উঠে সভ্যতা কোনটি ?
উত্তর: হিব্রু সভ্যতা
হিব্রু আসলে কিসের নাম ?
উত্তর: ভাষার নাম
বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর ?
উত্তর: হিব্রুদের
পার্থেনন কি ?
উত্তর: মন্দির
গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয় ?
উত্তর: খ্রিস্টপূর্ব ৭৭৬
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল ?
উত্তর: গ্রিসে
পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন?
উত্তর: গ্রীকরা
প্রাচীন গ্রিসে চিত্রকর্ম অংকন করা হতো -
উত্তর: মৃৎপাত্রের গায়ে
হিস্টরিজ গ্রন্থের বিষয়বস্তু -
উত্তর: গ্রীক পারসিক যুদ্ধ
‘Histories’ গ্রন্থ লেখেন -
উত্তর: একজন গ্রিক
History কোন ভাষা থেকে উৎপত্তি ?
উত্তর: গ্রিক
বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?
উত্তর: থুকিডাইডিস
ইতিহাসের জনক বা পিতা কে ?
উত্তর: হেরোডোটাস
হেরোডোটাস এর জন্মভূমি কোথায় ?
উত্তর: গ্রিসে
রাজা ইডিপাস নাটকের রচয়িতা কে?
উত্তর: সোফোক্লিস
‘ইডিপাস’ কি ?
উত্তর: নাটক
সফোক্লিস রচিত নাটক কোনটি ?
উত্তর: আগা মেনন
সোফোক্লিস কোন দেশের নাট্যকার ?
উত্তর: গ্রিস
বিখ্যাত গ্রন্থ ওডিসি এর রচয়িতা কে?
উত্তর: হোমার
ইলিয়াড এর রচয়িতা কে ?
উত্তর: হোমার
হোমারের মহাকাব্যের নাম কি?
উত্তর: ইলিয়াড ,ওডিসি
হোমার কোন ভাষার কবি ?
উত্তর: গ্রিক
প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কি ?
উত্তর: হোমার
কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয়?
উত্তর: সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি কে বলেছেন ?
উত্তর: এরিস্টটল
মানুষ সামাজিক জীব এ কথাটি কে বলেছেন ?
উত্তর: এরিস্টটল