অধ্যায় ৩
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
মানুষ কি ধরনের জীব ?
উত্তর: সামাজিক ও রাজনৈতিক
মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কার?
উত্তর: এরিস্টটল
যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা উক্তিটি কার ?
উত্তর: এরিস্টটল
দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে?
উত্তর: এরিস্টটল
লাইসিয়াম প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর: এরিস্টটল
যুক্তিবিদ্যার জনক কে ?
উত্তর: এরিস্টটল
লজিক বা তর্ক শাস্ত্রের জন্ম হয়েছে কোথায় ?
উত্তর: গ্রিসে
মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
উত্তর: ব্যাবিলন
বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
উত্তর: এরিস্টটল
'জ্ঞানই পুন্য - কে বলেছেন?
উত্তর: প্লেটো
'Virtue is knowledge and Education is the main thing to acquire virtue' কার উক্তি?
উত্তর: প্লেটো
‘Virtue is knowledge’ কার বিখ্যাত উক্তি ?
উত্তর: সক্রেটিস
দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন ?
উত্তর: প্লেটো
‘দি লজ’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: প্লেটো
‘আদর্শ রাষ্ট্র ’ ধারনাটি কার ?
উত্তর: প্লেটোর
‘দ্যা রিপাবলিক’গ্রন্থের প্রণেতা কে ?
উত্তর: প্লেটো
Academy was established by -
উত্তর: Plato
প্লেটোর শিক্ষক কে ছিলেন?
উত্তর: সক্রেটিস
Plato was citizen of -
উত্তর: Greece
প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন ?
উত্তর: গ্রিস
who ‘said an unexamined life is not worth living’ ?
উত্তর: Socrates
‘নিজেকে জানো’উক্তিটি কার ?
উত্তর: সক্রেটিস
‘Know thyself’ is written by -
উত্তর: Socrates
সক্রেটিস কে হেমলক পানে হত্যা করা হয়েছিল কোথায় ?
উত্তর: গ্রিসে
"I to die, you to live- which is better only God knows" কথাটি কে বলেছিলেন?
উত্তর: সক্রেটিস-এর
সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয় ?
উত্তর: সক্রেটিস কে
“Man is the measure of all things” উক্তিটি কার?
উত্তর: পাথাগােরাস।
সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে ?
উত্তর: গ্রিসে
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
উত্তর: তুরস্কে
গ্রিক পুরাণে ভালবাসার দেবতা কে ছিলেন?
উত্তর: আফ্রোডাইট
গ্রীক দেবতার মূর্তি কোনটি ?
উত্তর: অ্যাপোলো
গ্রিক সৌন্দর্য দেবী কে?
উত্তর: আফ্রোদিতি
হেলেনীয় সভ্যতার দেশ কোনটি ?
উত্তর: গ্রিস
ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সাংস্কৃতির নাম জড়িত ?
উত্তর: হেলেনিক ও হেলেনিস্টিক
পেলোপনেশী যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর: এথেন্স ও স্পার্টার মধ্যে
পেলোপনেশী যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর: এথেন্স ও স্পার্টার মধ্যে
স্পার্টা কোন দেশের নগর ছিল ?
উত্তর: প্রাচীন গ্রিস
নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায় ?
উত্তর: গ্রিসে
প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে ?
উত্তর: ভূমধ্যসাগর
The term ‘Agora’ meaning ancient-
উত্তর: Greek market
‘গ্রিক’ ও ‘গ্রিস’ শব্দ দুটি যথাক্রমে -
উত্তর: জাতী ও দেশ
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন ?
উত্তর: ফিনিশীয়রা
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি ?
উত্তর: বর্ণমালা
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৮৮৫০ কিলোমিটার
Which desert does the Great Wall of China pass through?
উত্তর: Gobi desert
চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত ?
উত্তর: উত্তর
চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায় ?
উত্তর: চীনের প্রাচীর
পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি ?
উত্তর: The Great Wall of China
কোন দেশের রাজাকে ‘Son of God’ বলা হতো ?
উত্তর: চীন
' The Art of War' গ্রন্থের রচয়িতা ----
উত্তর: সুন জু