অধ্যায় ৬
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে - এ কথা প্রথম কে বলেন ?
উত্তর: কোপার্নিকাস
ছাপা যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর: জোহানেস গুটেনবার্গ
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল ?
উত্তর: মধ্য আমেরিকা
মায়া সভ্যতার ক্যালেন্ডার ‘হাব’-এর বছর গণনার ধরন কেমন ছিল ?
উত্তর: ২০ দিনে মাস ১৮ মাসে বছর
মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায় ?
উত্তর: মেক্সিকোতে
মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম হলো -
উত্তর: আজ টেগ
In Which Country AZ Tec Civilization Was Originated ?
উত্তর: Mexico
ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল -
উত্তর: ১৪৩৮ – ১৫৩৩ খ্রিস্টাব্দ
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল ?
উত্তর: দক্ষিণ আমেরিকা
সাম্প্রতিক সপ্তাশ্চার্যের একটি হলো মাচুপিচু । এটি কোন সভ্যতার নিদর্শন ?
উত্তর: ইনকা
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায় ?
উত্তর: পেরুতে
বিশ্ব ঐতিহ্য Machu Pichu অবস্থিত-
উত্তর: Peru
নরওয়ের নাগরিক জাতিগতভাবে -
উত্তর: নরওয়েজিয়ান
ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কোন বংশোদ্ভূত ?
উত্তর: জার্মান
আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ?
উত্তর: ১৬০০ -১৮০০সাল
The Modern Nation-State System Is the Result of -
উত্তর: Treaty of Westphalia
কোন চুক্তির মাধ্যমে ইউরোপের Thirty Years' War এর সমাপ্তি ঘটে ?
উত্তর: ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ?
উত্তর: ফ্রান্স
জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ?
উত্তর: ম্যাকিয়াভেলি
জাতি রাষ্ট্রের মূল ভিত্তি কি ?
উত্তর: জাতীয়তাবাদ
জাতি রাষ্ট্রের অর্থ হলো -
উত্তর: একই ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী কর্তৃক গঠিত রাষ্ট্র
কোন বৈশিষ্ট্য রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য নির্দেশ করে ?
উত্তর: সার্বভৌমত্ব
‘জাতি হল রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ ’এই উক্তিটি কে করেন ?
উত্তর: গিল ক্রাইস্ট
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কি ?
উত্তর: ভৌগলিক
ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল ?
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয় ?
উত্তর: কুটির শিল্প
শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল ?
উত্তর: সামন্তবাদী
শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর: ফরাসি কূটনৈতিক
workshop of the world বলা হতো -
উত্তর: ব্রিটেনকে
বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ?
উত্তর: জেমস ওয়াট
শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয় ?
উত্তর: ইংল্যান্ডে
শিল্প বিপ্লব কখন হয়েছিল ?
উত্তর: ১৭৬০-১৮৩০ সালে
ইউরোপের শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতাব্দীতে ?
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে
কোন দুটি দেশের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ ঘটেছিল ?
উত্তর: ফ্রান্স ও ইংল্যান্ড
War of the roses was -
উত্তর: Civil war in england
সেন্ট অগাস্টিন, সেন্ড একুইনাস, ফিলমা এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের সমর্থক ছিলেন?
উত্তর: ঐশ্বরিক মতবাদ
মহান পিটার যে দেশের শাসক ছিলেন ?
উত্তর: রাশিয়া
লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি ?
উত্তর: সেন্ট পিটার্সবার্গ
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ?
উত্তর: নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ উপহার দেয় ?
উত্তর: ফ্রান্স
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে?
উত্তর: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত?
উত্তর: প্রথম ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ২ টি
আমেরিকা স্বাধীন হয় কত সালে ?
উত্তর: ১৭৮৩ সালে
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি ?
উত্তর: কর্নওয়ালিস
কোন আমেরিকান জেনারেল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দান করেন এবং আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেন ?
উত্তর: জর্জ ওয়াশিংট
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করেন ?
উত্তর: ফ্রান্স
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি ?
উত্তর: ৪ জুলাই
Who was the oldest person to sign the US Declaration of Independence ?
উত্তর: Benjamin Franklin
The Declaration of Independence in the USA was written by :
উত্তর: Thomas Jefferson