অধ্যায় ১
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
উত্তর: আদিযুগ
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হল -
উত্তর: চর্যাপদ
প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
উত্তর: চর্যাপদ
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তর: কাব্য
চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
উত্তর: বৌদ্ধ ধর্ম
চর্যাপদ হলো মূলত -
উত্তর: গানের সংকলন
চর্যাপদ হলো-
উত্তর: সাধন সংগীত
চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
উত্তর: সহজিয়া বৌদ্ধ
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তর: পাল রাজবংশের আমলে
চর্যা চর্য বিনিশ্চয় এর অর্থ কি?
উত্তর: কোনটি আচরণীয় আর কোনটি নয়
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯০৭ সালে
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে?
উত্তর: ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
হরপ্রসাদ শাস্ত্রী পুথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
উত্তর: তিব্বত ও নেপালে
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
উত্তর: নেপালের রাজ গ্রন্থশালা থেকে
চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষদ
বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?
উত্তর: শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি?
উত্তর: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা
সন্ধ্যাভাষা কোন সাহিত্য কর্মের সাথে যুক্ত?
উত্তর: পদাবলী
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর: দোহা কোষ
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উত্তর: সুনিতি কুমার চট্টোপাধ্যায়
The origin and development of the Bengali language গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর: মাত্রাবৃত্ত
ড. মোঃ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?
উত্তর: Buddhist Mystic Songs
চর্যাপদ এর বয়স আনুমানিক কত বছর?
উত্তর: ১০০০বছর
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হল-
উত্তর: বঙ্গ-কামরূপী
নিচের কোনটি সহধর ভাষা গোষ্ঠী?
উত্তর: বাংলা ও অসমীয়
বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কোনটি ?
উত্তর: সপ্তম থেকে দ্বাদশ শতক
কোন পণ্ডিত চর্যাপদ এর পদ গুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
উত্তর: মুনিদত্ত
হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন?
উত্তর: লুইপা
প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
উত্তর: ২৩ জন
কাহুপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন?
উত্তর: চর্যাপদ
চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
উত্তর: ২৪ জন
বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?
উত্তর: ইংরেজির সাহিত্যের ইতিহাস
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহুপা
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?
উত্তর: লুইপা
চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?
উত্তর: ভুসুকুপা
চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায়?
উত্তর: ২৩ নং পদ
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?ভুসুকুপা
উত্তর: ভুসুকুপা
চর্যাপদের গান সংখ্যা কতগুলো?
উত্তর: ৫১টি
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা-
উত্তর: ৫০ টি
মোট জন চর্যাপদের পদকর্তা?
উত্তর: শবরপা
আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
উত্তর: চর্যাপদ
"কমল মধু পিবিবি ধোকইন ভোমরা" কোন ভাষার নিদর্শন?
উত্তর: সান্ধ্য
চঞ্চল চিত্র পইঠা কাল কোন কবির চর্যাংশ?
উত্তর: লুইপা
অভিসময়বিভঙ্গ কার রচনা?
উত্তর: লুইপা
"আলি এঁ কালি এঁ বাট রুন্ধেলা । তা দেখি কাহ্ন বিমনা ভইলা"উক্তিটি কার?
উত্তর: কাহুপা
কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?
উত্তর: সেন যুগে
"টালত মোর ঘর নাহি পরবেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশী" চর্যাপদের এই চরণ দুটিতে কি বুঝানো হয়েছে?
উত্তর: দারিদ্রক্লিষ্ট জীবনের চিত্র
মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
উত্তর: ডাক ও খনার বচন
কোন শাসন আমলে বাঙালি লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
উত্তর: পাঠান যুগ
ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়?
উত্তর: খরোষ্ঠি
"খনার বচনের" মূলভাব কি?
উত্তর: শুদ্ধ জীবন যাপন রীতি
বাংলা লিপির উৎস কি?
উত্তর: ব্রাক্ষী লিপি
খনার বচন কি সংক্রান্ত বিষয়?
উত্তর: কৃষি সংক্রান্ত
ভারতীয় মৌলিক লিপি কোনটি?
উত্তর: ব্রাক্ষী