অধ্যায় ২
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
ব্রাহ্ম ধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল?
উত্তর: একেশ্বরবাদ
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা রামমোহন রায়
ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কোন খ্রিস্টাব্দে?
উত্তর: ১৯২৬
রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন
উত্তর: প্রেস অর্ডিন্যান্স
"মুসলিম সাহিত্য সমাজ" এর মুখপাত্র কে ছিল?
উত্তর: শিখা
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি?
উত্তর: শিখা
সতীদা প্রথা কে রোধ করেন?
উত্তর: রাজা রামমোহন রায়
"জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।" এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
উত্তর: শিখা
সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক-
উত্তর: প্রবর্তক ও নিবর্তকের সম্মান
"ঢাকা মুসলিম সাহিত্য সমাজে" প্রধান লেখক কে ছিলেন?কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ
উত্তর: কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ
মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: বুদ্ধির মুক্তি
"রেখাচিত্র" কার রচনা?
উত্তর: আবুল ফজল
"শাশ্বত বঙ্গ" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কাজী আব্দুল ওদুদ
"রেখাচিত্র" কোন জাতীয় রচনা?
উত্তর: আত্মজীবনী
"চৌচির" উপন্যাসটি কার লেখা?
উত্তর: আবুল ফজল
মুক্তবুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য কোন ব্যক্তি?
উত্তর: কাজী আব্দুল ওদুদ
আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?
উত্তর: ১৯৬২ সালে
"মোস্তফা চরিত "গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: মাওলানা আকরাম খাঁ
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
উত্তর: নববাবু বিলাস
কথাসাহিত্য বলতে কোনটি বোঝায়?
উত্তর: ছোট গল্প ও উপন্যাস
উপন্যাস কোন যুগের সৃষ্টি?
উত্তর: আধুনিক যুগের
উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম কি?
উত্তর: খোন্দকার শামসুদ্দীন সিদ্দিকী
'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ?
উত্তর: হ্যানা ক্যাথরিন
বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
উত্তর: সমাজের রঙ্গ রসাত্মক চিত্র
'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ?
উত্তর: হ্যানা ক্যাথরিন
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
উত্তর: জননী
বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: প্যারীচাঁদ মিত্র
আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা?
উত্তর: প্যারীচাঁদ মিত্র
ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর: আলালের ঘরের দুলাল
"আলালের ঘরের দুলাল"গ্রন্থটি-
উত্তর: বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
"আধ্যাত্মিকা" উপন্যাসের লেখক কে?
উত্তর: প্যারীচাঁদ মিত্র
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেক চাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৫৭ সালে
মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রবাহিত?
উত্তর: মার্ক সিজম
পদ্মা নদীর মাঝি কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল?
উত্তর: ১৯৩৬ সাল
"পদ্মা নদীর মাঝি" উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কি?
উত্তর: কুবের
"কপিলা"কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: পদ্মা নদীর মাঝি
পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা?
উত্তর: উপন্যাস
পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতল বাবুর স্ত্রীর নাম কি?
উত্তর: যোগী
"পুতুল নাচের ইতিকথা" কার রচনা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
পুতুল নাচের ইতিকথা একটি-
উত্তর: উপন্যাস
পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হলো-
উত্তর: জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
"শশী ও কুসুম" বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র?
উত্তর: পুতুল নাচের ইতিকথা
"তৈলচিত্রের ভূত" গল্পে কি প্রাধান্য পেয়েছে?
উত্তর: বিজ্ঞান বুদ্ধি
"দিবারাত্রির কাব্য" কার লেখা উপন্যাস?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
"ছোট বকুলপুরের যাত্রী" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
প্ৰাগ ঐতিহাসিক গল্পের রচয়িতা কে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
"ভিখু " ও "পাচি" চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
"আত্মহত্যার অধিকার" কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়