অধ্যায় ৩
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে?
উত্তরঃ দীনবন্ধু মিত্র
কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ নীলদর্পণ
কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন?
উত্তরঃ দীনবন্ধু মিত্র
"নীলদর্পণ" প্রথম মঞ্চস্থ হয়-
উত্তরঃ ঢাকায়
দীনবন্ধু মিত্রের লিখিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো -
উত্তরঃ নবীন তপস্বিনী, কমালে কামিনী, বিয়ে পাগলা বুড়ো
"নীলদর্পণ" নাটকটি কার লেখা?
উত্তরঃ দীনবন্ধু মিত্র
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ ঢাকা
দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
উত্তরঃ নাটক
নীল দর্পণ কোন ধরনের রচনা?
উত্তরঃ নাটক
নীল দর্পণ নাটকের বিষয়বস্তু কি?
উত্তরঃ নীলকরদের অত্যাচার
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন?
উত্তরঃ নীল দর্পণ
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য কে নাটক রচনা করেন?
উত্তরঃ দীনবন্ধু মিত্র
"Uncle Tom's Cabin" এর সাথে তুলনা করা হয় কোন নাটকে?
উত্তরঃ নীলদর্পণ
বিখ্যাত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ ইন্ডিগো প্লান্টিং মিরর
"কবর" কোন শ্রেণীর গ্রন্থ?
উত্তরঃ নাটক
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন?
উত্তরঃ মুনীর চৌধুরী
"রক্তাক্ত প্রান্তর"নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর
মুনীর চৌধুরী রচিত " মুখরা রমণী বশীকরণ " একটি--
উত্তরঃ অনুবাদ নাটক
মুনীর চৌধুরী শহীদ হন কোন সালে?
উত্তরঃ ১৯৭১ সালে
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পটভূমি নাটকের রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী
কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
উত্তরঃ ৫ টি
দণ্ডকারণ্য নাটকের রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী
মনির চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?
উত্তরঃ শঙ্খনীল কারাগার
কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়?
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে
'তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে বাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে।' উক্তিটি কার?
উত্তরঃ ইব্রাহীম কার্দি
'..... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি কার?
উত্তরঃ মুনীর চৌধুরীর
শেক্সপীয়রের 'টেমিং অব দি শ্রু' র বঙ্গানুবাদ করেছেন-
উত্তরঃ মুনীর চৌধুরী
মুনীর চৌধুরীর "মীর মানস"কোন জাতীয় গ্রন্থ?
উত্তরঃ প্রবন্ধ
”ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ”- কে বলেছেন?
উত্তরঃ মুনির চৌধুরী
"স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায়" উক্তিটি কার?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধধারা কোনটি?
উত্তরঃ গীতি কবিতা
বিহারীলাল চক্রবর্তী কে কে ভোরের পাখি বলেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী রচিত "কেউ কিছু বলতে পারেনা" একটি--
উত্তরঃ অনুবাদ নাটক
বাংলা গীতিকবিতার জনক কে?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
বাংলা গীতি কবিতার পূর্ণবিকাশ ঘটে কার হাতে-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে
মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কোনটি?
উত্তরঃ কায়কোবাদ
শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কায়কোবাদ
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
উত্তরঃ ১৮৫৭ সাল
কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তরঃ মহাকাব্য
"আযান" কবিতাটি কার রচিত?
উত্তরঃ কায়কোবা
জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
উত্তরঃ ১৮৯৯ সালে
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বিরহ বিলাপ
মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল?
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ
১৮৯৯ সালে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ
মহাশ্মশান মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করা রচিত?
উত্তরঃ ১৭৬১ সাল
‘বাংলা কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই।’ এ পংক্তি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
উত্তরঃ কায়কোবাদ
কায়কোবাদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল-
উত্তরঃ মহাশ্মশান,অমিও ধারা, অশ্রুমালা
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবি ও একই বছরের জন্মগ্রহণ করেন তিনি কে?
উত্তরঃ জিবনানন্দ দাশ
"প্রেমপ্রবাহিনী" কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী