অধ্যায় ৪
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
"ধানসিঁড়ি" নদী কোথায় অবস্থিত?
উত্তর: বরিশাল
৩০ দশকের সবচেয়ে তথাকথিত কোন গণ বিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
উত্তর: জীবনানন্দ দাশ
"ধানসিঁড়ি" কিসের নাম?
উত্তর: নদীর নাম
জীবনানন্দ দাশ প্রধানত -
উত্তর: প্রকৃতির কবি
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে?
উত্তর: ক্লিনটন বি সিলি
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উত্তর: বরিশাল জেলা
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ-
উত্তর: ঝরা পালক
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন?
উত্তর: জীবনানন্দ দাশ
কার কবিতা কে চিত্ররূপময় বলা হয়েছে?
উত্তর: জীবনানন্দ দাশ
"বনলতা সেন" কার রচনা?
উত্তর: জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশের অন্যতম বিখ্যাত কবিতার নাম কি?
উত্তর: বনলতা সেন
বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে এডগার পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?
”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
উত্তর: জীবনানন্দ দাশ
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: নান্দনিক
“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা পঙ্ক্তিটি কোন কবির?
উত্তর: জীবনানন্দ দাশ
পাখির ----মতো চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন
উত্তর: নীড়ের
'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা
উত্তর: জীবনানন্দ দাশ
"সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি "কোন কবি এ কথা বলেছেন-
উত্তর: জীবনানন্দ দাশ
'কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে' কবিতাংশটি কোন কবির রচনা?
উত্তর: জীবনানন্দ দাশ
"আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: রুপসী বাংলা
"রূপসী বাংলা" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: জীবনানন্দ দাশ
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর" উক্তিটি কার?
উত্তর: জীবনানন্দ দাশ
To which epic is there a reference in "I Have Seen Bengal's face" By Jibanananda Das?
উত্তর: Manashamangal
'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - কোন কবির কবিতা থেকে নেয়া
উত্তর: জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচয়ক?
উত্তর: স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা
'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে',---- কবিতাংশটি কার ...
উত্তর: জীবনানন্দ দাশ
বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয়?
উত্তর: ফররুখ আহমদ
"বেলা অবেলা কালবেলা" কার লেখা?
উত্তর: জীবনানন্দ দাশ
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তর: সাত সাগরের মাঝি–ফররুখ আহমদ
"সাত সাগরের মাঝি" কাব্যগ্রন্থটির কবি কে?
উত্তর: সাত সাগরের মাঝি
'সিরাজাম মুনীরা' কোন ভাষায় রচিত গ্রন্থ?
উত্তর: বাংলা
জীবনানন্দ দাশের রচিত অন্যতম কাব্যগ্রন্থ গুলো হল-
উত্তর: ধূসর পান্ডুলিপি ,মহাপৃথিবী
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ফররুখ আহমদ
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: সাত সাগরের মাঝি
পাঞ্জেরী কবিতাটি কে লিখেছেন?
উত্তর: ফররুখ আহমদ
পাঞ্জেরী কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত
সাহিত্যের বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান -
উত্তর: ১৯৮০ সালে
"ছাড়পত্র" কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
‘হে মাঝি! এবার তুমিও পেয়োনা ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুক এ ঝড়ে নারঙ্গীপাতা, তবু পাতা আগণন ভিড় করে- যেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।’ কবি ও কবিতার নাম-
উত্তর: ফররুখ সাত সাগরের মাঝি
কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪৭ সালে
সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন মাত্র-
উত্তর: ২১ বছর বয়সে
সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রধান বিষয় কি?
উত্তর: অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
১৮ বছর বয়স কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত
১৮ বছরের বৈশিষ্ট্য নয়-
উত্তর: ভীরু
"রানার" কবিতাটির রচয়িতা কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
"পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি" কার রচনা?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
'এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি'-- পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
উত্তর: রায়গুণাকর
কোন কবির উপাধি “কবি কন্ঠহার”-
উত্তর: বিদ্যাপতি
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’- চরণটির রচয়িতা কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
'জ্বলে_পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' __ কবিতাংশটি কার লেখা ?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
"মৈথিল কোকিল" খেতো কে?
উত্তর: বিদ্যাপতি
কবিকঙ্কন কার উপাধি?
উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী