অধ্যায় ১
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় ?
উত্তর: এশিয়া মাইনরে
আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ?
উত্তর: লৌহ
মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ?
উত্তর: তামা
হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ?
উত্তর: জার্মানিতে
জাভা মানব কোথায় পাওয়া যায় ?
উত্তর: ইন্দোনেশিয়া
প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল কখন ?
উত্তর: ৫ লক্ষ বছর পূর্বে
পৃথিবীর আনুমানিক বয়স কত ?
উত্তর: ৪৫০০ মিলিয়ন বছর প্রায়
পৃথিবীর আনুমানিক বয়স -
উত্তর: ৪৫০ কোটি বছর
বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-
উত্তর: মঙ্গোলয়েড
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
উত্তর: আদি অস্ট্রেলিয়
মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী-
উত্তর: ককেশীয়
ককেশয়েড একটি কিসের নাম ?
উত্তর: নৃ-গোষ্ঠী
মানব প্রজাতিকে কয়টি নরগোষ্ঠীতে বিভক্ত করা হয় ?
উত্তর: ৪ টি
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেন এর সমাধি আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তর: ১৯২২ সালে
প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি ?
উত্তর: প্রাচীন মিশরীয় ধর্ম
১২ মাসে এক বছর ৩০ দিনে এক মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত ?
উত্তর: মিশরীয়
প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত?
উত্তর: মিশরীয়
প্যাপিরাস কি ?
উত্তর: নলখাগড়া
মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত?
উত্তর: প্যাপিরাস
মিশরীয় চিত্রকলা ছিল ?
উত্তর: দ্বিমাত্রিক
হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি ছিল -
উত্তর: মিশরীয়
হায়ারোগ্লিফিক হল একটি -
উত্তর: লিখন পদ্ধতির নাম
স্ফিংকস কোথায় অবস্থিত ?
উত্তর: মিশর
বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে ?
উত্তর: সুদান
পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তি স্তম্ভ কোনটি ?
উত্তর: পিরামিড
প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কোনটি ?
উত্তর: পিরামিড
বুক অফ ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন ?
উত্তর: মিশরীয়
মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: নীলনদ
আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক ও কুয়েত প্রাচীন কোন সভ্যতার অংশ?
উত্তর: মেসোপটেমিয়া
৭ দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি ?
উত্তর: ক্যালডীয়
কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ?
উত্তর: ক্যালডীয়রা
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে ?
উত্তর: আসিরিওরা
পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায় ?
উত্তর: বেবিলনের উত্তরের ঘাটুর শহরের ধ্বংসাবশেষে
কোন মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত -
উত্তর: গিলগামেশ
ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন?
উত্তর:নেবুচাদ নেজার
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ?
উত্তর: ইরাক
পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় ?
উত্তর: ব্যাবিলনে
কোন প্রাচীন সভ্যতায় 'হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিল?
উত্তর: মেসোপটেমীয়
আইন সংক্রান্ত হাম্মুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল?
উত্তর: ব্যাবিলনীয় সভ্যতা
ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে ?
উত্তর: হাম্বুরাবি
হাম্বুরাবি যে জন্য বিখ্যাত -
উত্তর: আইন সংকলন
কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় ?
উত্তর: সুমেরীয়
Lunar calendar was introduced by -
উত্তর: Sumerians
পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম ?
উত্তর: কিউনিফর্ম লিপি
কিউনিফর্ম কি ?
উত্তর: সুমেরীয় লিপি
কিউনিফর্ম কি ?
উত্তর: লিখন পদ্ধতি
সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর: মেসোপটেমিয়ায়
সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে ?
উত্তর: সুমেরীয় সভ্যতা
সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তর: মেসোপটেমিয়
ইরাকের প্রাচীন নাম কি ?
উত্তর: মেসোপটেমিয়া