অধ্যায় ৪
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
কনফুসিয়াস কে ছিলেন ?
উত্তর: চীনা দার্শনিক
চীনের বিখ্যাত দার্শনিক হলেন -
উত্তর: কনফুসিয়াস
কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত ?
উত্তর: চীন
কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর: পীত
চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর: হোয়াংহো নদীর মোড়ে
Persepolis is located in -
উত্তর: iran
মৃতের সৎকারের জন্য 'চিলঘর' ব্যবহার করেন কোন ধর্মাবলম্বীরা?
উত্তর: জোরস্ট্রীয়
পারসিক ধর্মের প্রবর্তক কে ?
উত্তর: জরথুস্ট্র
পারস্যের বর্তমান নাম কী ?
উত্তর: ইরান
মানব সভ্যতা শুরু হয় কি দিয়ে ?
উত্তর: আগুনের ব্যবহার থেকে
সভ্যতার পরিমাপ করা যায় -
উত্তর: কলাকৌশল এর প্রয়োগ দেখে
প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছিল ?
উত্তর: নদী
সংস্কৃতি বলতে মূলত বোঝায় -
উত্তর: প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি
সংস্কৃতি বলতে কী বোঝায় ?
উত্তর: সার্বিক জীবনাচরণ
সংস্কৃতি হল একটি -
উত্তর: জীবন প্রণালী
রোমান সভ্যতার অন্যতম অবদান হলো ?
উত্তর: আইন প্রণয়ন
আকুয়াডাক্ট কাদের সৃষ্টি ?
উত্তর: রোমান
গম্বুজের ব্যবহার কোন প্রাচীন স্থাপত্য ধারাকে অনেক বিস্তৃত উন্নত করে তুলেছিল ?
উত্তর: রোমান
‘Pantheon ’ is -
উত্তর: roman temple
রোমানদের ভালোবাসার দেবী কে ?
উত্তর: ভেনাস
‘ইনিড’ কে লিখেছিলেন ?
উত্তর: ভার্জিল
The City of God' এর রচয়িতা কে?
উত্তর: সেইন্ট অগাস্টিন
'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত কে?
উত্তর: রানী ক্লিওপেট্রা
ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
উত্তর: মিসর
"এলাম, দেখলাম, জয় করলাম, কথাটি কে বলেছেন?
উত্তর: জুলিয়াস সিজার
ইস্তাম্বুলের পূর্ব নাম-
উত্তর: কনস্ট্যান্টিনোপল
জুলিয়াস সিজার কেন বিখ্যাত ?
উত্তর: রোমান প্রমাণ হিসেবে
জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমের শাসক ছিলেন ?
উত্তর: ২০০০ বছর
ইস্তাম্বুলের প্রাচীন নাম কি ?
উত্তর: বাইজেন্টাইন
বিশ্বের ইতিহাসে ১৪৫৩ সাল কেন প্রসিদ্ধ ?
উত্তর: কনস্টান্টিনোপলের পতন
ঐতিহাসিক কনস্টান্টিনোপল কোথায় অবস্থিত ?
উত্তর: তুরস্ক
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
উত্তর: কনস্টান্টিনোপল
প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল ?
উত্তর: গ্রিস ও রোমে
কোনটি নদীমাতৃক সভ্যতা নয় ?
উত্তর: রোমান
ক্রুসেড এর আনুমানিক সময়কাল কত ?
উত্তর: ১০৯৬ – ১২৯২ খ্রিস্টাব্দ
ক্রুসেড বলতে কি বোঝায় ?
উত্তর: মুসলমানদের হাত থেকে জেরুজালেম উদ্ধারের যুদ্ধ
ইহুদি ,খ্রিস্টান ও মুসলিম সকলের নিকট পবিত্র স্থান হল ?
উত্তর: বায়তুল মোকাদ্দাস
কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদী সকলেই পবিত্র মনে করে ?
উত্তর: জেরুজালেম
চীন আবিষ্কার করেন কে ?
উত্তর: মার্কোপোলো
চীনের পুরাতন নাম কি ?
উত্তর: ক্যাথে
সর্বপ্রথম আরবি মুদ্রা ও ডাক বিভাগের প্রচলন করেন কোন উমাইয়া খলিফা ?
উত্তর: আব্দুল মালিক
কোন শাসক কে রাজেন্দ্র বলা হয় ?
উত্তর: আব্দুল মালিক
উমাইয়া খলিফার রাজধানী কোথায় ছিল?
উত্তর: দামেস্ক
মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হযরত মুয়াবিয়া
মুসলিম জাহানে বংশানুক্রমিক শাসনের প্রবর্তক ?
উত্তর: খলিফা মুয়াবিয়া
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: মুয়াবিয়া
হযরত আলী রাঃ এর মাজার কোথায় অবস্থিত ?
উত্তর: ইরাক
হযরত আলী রাদিয়াল্লাহু শহীদ হন কোথায় ?
উত্তর: কুফায়
আসাদুল্লাহ কার উপাধি ?
উত্তর: হযরত আলী রাঃ এর
কোন খলিফার সময় আদমশুমারি প্রবর্তন করা হয় ?
উত্তর: হযরত ওমর রাদিয়াল্লাহু