অধ্যায় ৭
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানির
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
উত্তর: জার্মানি
বিসমার্ক যে জন্য বিখ্যাত-
উত্তর: জার্মানির ঐক্যকরণ
কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
উত্তর: ১৯১৪ সালে
দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
উত্তর: হল্যান্ড
বিসমার্ক কে ছিলেন?
উত্তর: জার্মানির চ্যান্সেলর
'Man of blood and iron' কাকে বলা হয়?
উত্তর: অটোভন বিসমার্ক
Which country was the first to introduce old age pensions?
উত্তর: Germany
প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?
উত্তর: ১১ নভেম্বর ১৯১৮
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
উত্তর: সারায়েভো শহরে
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: উড্রো উইলসন
কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
উত্তর: জার্মানি
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: ভার্সাই চুক্তি
' U - Boats ' কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: জার্মানি
আন্তর্জাতিক শ্রম সংস্থ (ILO) কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯১৯ সালে
ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯১৯ সালে
'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর: প্রেসিডেন্ট উইড্রা উইলসন
মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?
উত্তর: ১৪ দফা ঘোষণা
ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
উত্তর: ফ্রান্স
'লীগ অব নেশনস ' কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২০
জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল?
উত্তর: ৪২ টি
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দ
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর: ১৪
রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে
রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কোন সালে সংগঠিত হয়?
উত্তর: ১৯১৭ সালে
'অক্টোবর বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
উত্তর: রাশিয়া
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-
উত্তর: ভি. আই. লেনিন
পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি?
উত্তর: সোভিয়েত রাশিয়া
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
উত্তর: ভি. আই লেনিন
কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষণ করা আছে?
উত্তর: ভ্লাদিমির ইলিচ লেনিন
১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
উত্তর: পেট্রোগ্রাড (বর্তমান সেন্ট পিটার্সবার্গ)
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
উত্তর: বলশেভিক পার্টি
The poverty of Philosophy গ্রন্থের লেখক?
উত্তর: Karl Marx
মার্কসবাদ প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
উত্তর: জার্মানি
কার্ল মার্কস কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন?
উত্তর: জার্মানি
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
উত্তর: যুক্তরাজ্য
দার্শনিকগণ এতদিন সমাজের ব্যাখ্যাই করেছেন, এখন প্রয়োজন এটা পরিবর্তন করা । কে বলেছেন ?
উত্তর: কার্ল মার্কস
কোন মতাদর্শ অনুযায়ী, অর্থনীতি রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে?
উত্তর: মার্কসবাদ
সমাজতন্ত্র সম্পর্কিত কার্ল মার্কসের বিশ্লেষণকে কি নামে অবহিত করা হয়েছে?
উত্তর: বৈজ্ঞানিক সমাজতন্ত্র
উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কার্ল মার্কস
অর্থনীতির সামাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা কে ?
উত্তর: কার্ল মার্কস
“ দ্বন্দ্বাত্মক বস্তুবাদ ” তত্ত্বের প্রবক্তা -
উত্তর: কার্ল মাকর্স
কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়?
উত্তর: ১৯২৪ সালে
"The Communist Manifesto" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কার্ল মার্কস
চীনে ‘৪ মে আন্দোলন’ সংঘটিত হয়-
উত্তর: ১৯১৯ সালে
উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে-এ উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস
Worker of the World Unite - কথা বলেছিলেন-
উত্তর: কার্ল মার্কস
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: রাশিয়া
’মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস’- উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস
” আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে, তাদের প্রত্যেকের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস” -উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস