অধ্যায় ৮
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন ?
উত্তর: তুরস্ক
আধুনিক তুরস্কের জনক কে?
উত্তর: মোস্তফা কামাল আতাতুর্ক
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৮ সালের ২৭ আগস্ট
বেনিতো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
উত্তর: ইতালি
”ফ্যাসিজম” এর প্রবর্তক কে?
উত্তর: মুসোলিনি
সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন
পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ কোনটি?
উত্তর: রাশিয়া
মহামন্দা' কোন দেশের সাথে সম্পর্কিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
মহামন্দা মোকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যাবস্থা প্রবর্তন করেন-
উত্তর: ফ্রাস্কলিন রুজভেল্ট
" Mein Kampf" গ্রন্থটি কার লেখা
উত্তর: অ্যাডলফ হিটলার
Mein Kampf কে বলা হয় -
উত্তর: নাৎসীবাদের বাইবেল
কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
উত্তর: ১৯৩৩ সালে
হিটলারের দলের নাম ---
উত্তর: জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল
১৯৩৩ সালে জার্মানিতে ক্ষমতায় আসা হিটলারের দলের নাম ছিল-
উত্তর: নাৎসি পার্টি
“এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা” এটা কার নীতি ছিল?
উত্তর: হিটলার
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
উত্তর: গেস্টাপো
হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ?
উত্তর: পোল্যান্ড
কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৩৯
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ‘জাপান-জার্মানি-ইতালি’ এই তিন শক্তিকে একতে বলা হত-
উত্তর: অক্ষ শক্তি
কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না?
উত্তর: ফ্রান্স
হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?
উত্তর: ব্লিৎসক্রিগ রণরীতি
দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তর: উইনস্টন চার্চিল
We shall fight on the beaches - উক্তিটি কার?
উত্তর: উইনস্টন চার্চিল
কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?
উত্তর: ফিল্ড মার্শাল রোমেল
কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভূক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
উত্তর: ১৯৪০ সালে
জার্মান আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কতৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
উত্তর: ম্যাজিনো লাইন
ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?
উত্তর: চার্লস ডি গ্যালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
উত্তর: জাপান
Who was the Japanese commander in chief during the WWII?
উত্তর: Isoroku Yamamoto
জাপান পার্ল হারবার আক্রমণ করে--
উত্তর: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর
পার্ল হারবার কোথায় অবস্থিত?
উত্তর: হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহনের প্রত্যক্ষ কারন কি?
উত্তর: পার্ল হারবারে বোমা বর্ষন
The historical 'D-Day' is related with-
উত্তর: 2nd World War
D-Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি?
উত্তর: ৬ জুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন?
উত্তর: জেনারেল আইসেনহাওয়ার
জার্মানি কর্তৃক জার্মান - ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কী?
উত্তর: সিগফ্রিড লাইন
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' ---- এটি কার উক্তি?
উত্তর: হিটলার
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে -----
উত্তর: জেনারেল জোসেফ
'ভিক্টরি ইন ইউরোপ ডে' পালিত হয়-
উত্তর: ৮ মে
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে---
উত্তর: ১৯৪৫ সালের মে মাসে
পারমাণবিক বোমা প্রথম কোন দেশে ফেলা হয়?
উত্তর: জাপানে
প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ----
উত্তর: ১৯৪৫ সালে
হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ----
উত্তর: ৬ আগস্ট ১৯৪৫ সালে
হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কী?
উত্তর: লিটয় বয়
জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল কোন দেশ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট যিনি জাপানি আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন -
উত্তর: হ্যারি ট্রুম্যান
দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে--
উত্তর: ১৫ আগস্ট ১৯৪৫সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে?
উত্তর: ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
উত্তর: রুজভেল্ট