অধ্যায় ৯
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: বৃটেন
দ্বিতীয় মহাযুদ্ধের কোন সম্মেলন আমেরিকা, ব্রিটিশওে রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন?
উত্তর: পটসডম
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: রুজভেল্ট
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতটি দেশ?
উত্তর: ৫টি
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-
উত্তর: স্টালিন
ভেটো কি?
উত্তর: ল্যাটিন শব্দ – “আমি মানি না”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
উত্তর: ন্যুরেমবার্গে
জাতিসংঘের Security Council এর স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে veto প্রয়োগ করতে পারেন -
উত্তর: Non-procedural matters
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত ------
উত্তর: ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠা
যুদ্ধ বন্দিদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর:
জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর: রুজভেল্ট
ওডারনীস নদী ----
উত্তর: পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
কোন দেশে এ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন?
উত্তর: অস্ট্রিয়া
একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: উইনস্টন চার্চিল
কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরুস্কার পান ?
উত্তর: উইনস্টন চার্চিল
In which year sir Winston Churchill got the Noble prize in literature?
উত্তর: 1953
জেনেভা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত----
উত্তর: যুদ্ধ পরিচালনা
জেনেভা কনভেনশন হয়েছিল----
উত্তর: ১৮৬৪ সনে
জেনেভা কনভেনশন হলো ---
উত্তর: যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি
কোন যুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারে বেসামরিক জনগণের নিরাপত্তা - বিষয়ক কোন কনভেনশনটি প্রাসঙ্গিক?
উত্তর: চতুর্থ জেনেভা কনভেনশন
'হলোকাস্ট' বলে চিহ্নিত করা হয় কোনটিকে?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনা ফ্রাঙ্ক এবং তার পরিবার জার্মানি থেকে কোথায় পালিয়ে যায়?
উত্তর: নেদারল্যান্ড
Cold War হচ্ছে ----
উত্তর: স্নায়ুযুদ্ধ
লৌহ পর্দ্যা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
উত্তর: ব্রিটিশ রাষ্ট্রনায়ক উইনস্টন চার্চিল.
ন্যাটো (NATO) কোন ধরনের জোট?
উত্তর: সামরিক
উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?
উত্তর: ন্যাটো
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়
NATO stands for----
উত্তর: North Atlantic Treaty Organization
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
উত্তর: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ন্যাটো (Nato)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম ।
১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যাা ছিল---
উত্তর: ১২
স্ট্যাচু অব পিস কোন দেশে অবস্থিত?
উত্তর: জাপান
Which one is the largest country in Western Europe by land area?
উত্তর: France
জর্জ কেনান মার্কিন কূটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ?
উত্তর: Containment Doctrine-এর প্রবক্তা।
বেনেলাক্স (BENELUX) কত সালে গঠিত হয়েছিল?
উত্তর: ১৯৫৮সালে
চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে
ন্যাটো (NATO) -তে কোন মুসলিম রাষ্ট্র সদস্য?
উত্তর: তুরস্ক
সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তর: চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল ---
উত্তর: কমেকন
স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?
উত্তর: নাগাসাকি
আনোায়ার হোজ্জা কোন দেশের শাসক ছিলেন?
উত্তর: আলবেনিয়া
আল্বেনিয়া স্নায়ু যুদ্ধকালীন সময়ে যে পররাষ্ট্রনীতির ধারায় চলেছিল ---
উত্তর: বিচ্ছিন্ন প্রবণতা ভিত্তিক
জার্মানির ঐতিহাসিক বার্লিন দেয়াল তৈরি করা হয় কখন ?
উত্তর: ১৯৬১ সালের ১৩ আগস্ট
বার্লিন প্রাচীর তৈরি করেছিল ---
উত্তর: সাবেক পূর্ব জার্মানি
গণচিনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মাও সে তুং
পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৪৭ সালে
Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা হচ্ছেন-
উত্তর: মাও সেতুং