অধ্যায় ১
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে -
উত্তর: 1
A + BC = (A+B) (A + C) উপপাদ্যটি হলো-
উত্তর: বিভাজন
ডি-মরগান এর উপপাদ্য কোনটি ?
উত্তর: A.B = A + B
What can be considered as basic building block of a digital circute ?
উত্তর: Logic gate
মৌলিক লজিক গেইট কয়টি ?
উত্তর: ৩ টি
কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-
উত্তর: NOR, AND, NOT
সার্বজনীন গেইট গুলো কি কি ?
উত্তর: nand এবং nor গেইট
দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট -এর আউটপুট শূন্য হয় যখন...... হয় ।
উত্তর: উভয় ইনপুট শূন্য
যদি তিন ইনপুট OR গেটের আউটপুট 0 (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে?
উত্তর: সকল ইনপুট 0 (শূন্য) করতে হবে
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
উত্তর: NOT
The logic gate NOT has -
উত্তর: one input and one output
নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?
উত্তর: NOT
একটি লজিক গেট এর আউটপুট (1) হয় যখন এর সব ইনপুট (0) থাকে এই গেইটটি-
উত্তর: NAND
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম -
উত্তর: NAND গেইট
a = 1, b = 0 এর জন্য a ⊕ b=?
উত্তর: 1
" একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়" --এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?
উত্তর: Ex-OR
F = R S + R S সমীকরণটির কোন গেইট নির্দেশ করে?
উত্তর: X-OR
How many parts are there in a computer system?
উত্তর: ২ টি
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে ---
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার
CPU- এর পূর্ণরূপ কি?
উত্তর: Central processing unit
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়-
উত্তর: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তর: হার্ডওয়্যার
কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---
উত্তর: হার্ডওয়্যার
Physical components of a computer are called ---
উত্তর: Hardware
কোনটি কম্পিউটার সংগঠনের প্রধান অংশ নয় ?
উত্তর: প্রিন্টার
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
উত্তর: ৩টি
নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?
উত্তর: পাওয়ার পয়েন্ট
Data processing cycle comprises --
উত্তর: input, processing and output
কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হলো-
উত্তর: Input, processing, output and storage
IPOS cycle includes Input, Processing, Output and --
উত্তর: Storage
Which one of the following devices is a must to run a computer?
উত্তর: Processor
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
উত্তর: সিপিইউ (CPU)
কম্পিউটারের ব্রেইন হলো --
উত্তর: মাইক্রোপ্রসেসর
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
উত্তর: প্রসেসর
Microprocessor কম্পিউটারের নিম্নের অংশে ব্যবহৃত হয় -
উত্তর: CPU
What part of the computer interprets and executes instructions that are posed to it?
উত্তর: CPU
All the logical and mathematical calculations done by the computer happen in/on the --
উত্তর: CPU
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
উত্তর: অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
Which one is not a part of CPU?
উত্তর: Execution Unit
The brain of a computer within the CPU is --
উত্তর: Control Unit
Which unit is known as nerve center of computer ?
উত্তর: CU
কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
In the CPU, the -----unit controls resources in the computer.
উত্তর: Control
Control Unit -----
উত্তর: directs the movement of electrical signals
Microprocessor এর কোন অংশে ALU থাকে
উত্তর: Processing unit
মেমরি ও ALU- এর মধ্যে সংযোগ স্থাপন করে-
উত্তর: কন্ট্রোল ইউনিট
কম্পিউটার সিপিইউ (CPU) --এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?
উত্তর: এ. এল. ইউ (ALU)
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?
উত্তর: ALU
8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
উত্তর: 16
The term 'Pentium' is related to -
উত্তর: Microprocessor