অধ্যায় ২
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
Intel pentium is a -
উত্তর: Processor
Which of the following is not a processor used in PC?
উত্তর: Zylog
ইনটেল ITANIUM কত বিট মাইক্রোপ্রসেসর ?
উত্তর: ৬৪
In a 64- bit microprocessor, the term 64-bit refers to——?
উত্তর: CPU internal
1 MHz=
উত্তর: 106 Hz
Sequence Control Register আর কি নামে পরিচিত?
উত্তর: Program Counter
Sequence Control Register আর কি নামে পরিচিত?
উত্তর: Accumulator
What does the term SCSI stands for
উত্তর: Small Computer System Interface
Small computer system Interface (SCSI)pronounced as-
উত্তর: Scuzzy
Which bus used to connect the monitor to the CPU ?
উত্তর: SCSI bus
A computer port is used to --
উত্তর: Communicate with other computer peripherals
Serial port connector-এ Pin সংখ্যা কতটি?
উত্তর: ৯ টি
USB stands for :
উত্তর: Universal Serial Bus
Using which of the following ports can you connect an electronic musical instrument to your computer?
উত্তর: MIDI
API মানে-
উত্তর: Application Programming Interface
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
উত্তর: ভিজিএ কার্ড
VGA stands for:-
উত্তর: Video Graphics Array
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলে?
উত্তর: বাস
An electrical pathway within a computer is called-
উত্তর: Bus
How do the main components of the computer communicate with each other?
উত্তর: System bus
In computers, bus width is measured in -----
উত্তর: Bits
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
উত্তর: input-reader bus
উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
উত্তর: ডেটা বাস
কোন বাসের মাধ্যমে মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহন হয়?
উত্তর: কন্ট্রোল বাস ,এড্রেস বাস ,ডাটা বাস
Physical connection between Microprocessor Memory and other parts is called -
উত্তর: Address bus
CPU কোন address generate করে?
উত্তর: Logical Address
USB stands for :
উত্তর: Universal Serial Bus
which of the following is NOT a peripheral device ?
উত্তর: Motherboard
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইসসমূহ হল: কী বাের্ড, মাউস, লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার, স্ক্যানার, MICR, OCR, OMR, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি।
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
উত্তর: মাউস
কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
উত্তর: মনিটর
কোনটি আউটপুট ডিভাইস?
উত্তর: মনিটর হলো আউটপুট ডিভাইস। এছাড়া গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইসগুলো হলো প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন ইত্যাদি
মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়?
উত্তর: পাওয়ার সাপ্লাই
Which of the following is not an Input Device ?
উত্তর: Mouse Pad
Which of the following is not an input device ?
উত্তর: Plotter
A--- is a pointing device.
উত্তর: Mouse
Which of the following devices doesn't use scanning as a first step in its working principle?
উত্তর: Plotter
OCR কি ?
উত্তর: An input device
Which one of the following devices is the most common output device?
উত্তর: Monitor
নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়?
উত্তর: স্ক্যানার
which of the following is not an output device?
উত্তর: Mouse
Which of the following is not an output device?
উত্তর: Scanner
বার কোড রিডার কি ধরনের ডিভাইস ?
উত্তর: ইনপুট
Keyboard is a computer device known as-
উত্তর: Input Device
Monitor is a computer device known as -
উত্তর: Output device
Plotter কোন ধরনের ডিভাইস?
উত্তর: আউটপুট ডিভাইস
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
উত্তর: ইনপুট ডিভাইস
Touchpad একটি ______ ডিভাইস।
উত্তর: ইনপুট ডিভাইস
নীচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
উত্তর: Touch Screen
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
উত্তর: মডেম