অধ্যায় ৩
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
Computer keyboard is also known as -
উত্তর: Control Board
সাধারণ কী বোর্ড বিন্যাসকে বলা হয় ………… বিন্যাস।
উত্তর: QWERTY
Who invented QWERTY keyboard?
উত্তর: Christopher Latham Sholes
একটি প্রামাণিক কী বোর্ডে সংখ্যাসূচক কতগুলো কী থাকে?
উত্তর: ১৭
নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?
উত্তর: কী বোর্ডের ডান দিকে
কী বোর্ডের Shift, Ctrl, Alt কী - গুলোকে বলা হয়---
উত্তর: Modifier key
কী বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
উত্তর: ১২টি
Key board -এর F1-F12 পর্যন্ত বোতামগুলোকে কী বলা হয়?
উত্তর: Function key
কম্পিউটারের কোন বাটনটি অধিকাংশ প্রোগ্রামে ব্যবহৃত হয় ?
উত্তর: F1
In most application 'F1' stands for?
উত্তর: Help
কম্পিউটারে F3 Key এর কাজ কি ?
উত্তর: Find
কী-বোর্ডের Exit বোতাম হচ্ছে -
উত্তর: F4 বোতাম
Which function key is used to check spelling ?
উত্তর: F7
You can detect spelling and grammar errors by -
উত্তর: Press F7
কোনটি কম্পিউটারের সংরক্ষণ Key বাটন?
উত্তর: F12
What is the short cut key to open the Open dialog box ?
উত্তর: Ctrl + F12
প্রথম কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন?
উত্তর: ডগলাস এঙ্গেলবার্ট
মাউসের চাকার সাহায্যে কোন কাজটি খুব সহজে করা যায়?
উত্তর: Scroll through documents
To select the text by shading as you drag the mouse arrow over the text is Known as-
উত্তর: highlight
A light sensitive device that covert drawing, printed text or other images into digital form is -
উত্তর: Scanner
ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহ্রত হয়?
উত্তর: এম আই সি আর (MICR)
MICR stands for -
উত্তর: Magnetic Ink Character Reader
বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?
উত্তর: ব্যাংকের চেকবই
Questionnaires and many standardized tests use ___ technology to input the data.
উত্তর: OMR
গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ?
উত্তর: ও এম আর
OMR-এর পূর্ণরূপ কী?
উত্তর: Optical Mark Recognition
In computer terminology, OCR stands for -
উত্তর: Optical Character Reader
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: OCR
Which one of the following converts scanned text into editable text?
উত্তর: OCR
A bar code reader emits-
উত্তর: Light
Which of the following type of technology lets computers use light as a source of input?
উত্তর:Optical
Bar codes are most common in --
উত্তর: supermarkets
Which of the following peripheral devices displays information to a user?
উত্তর: Monitor
মনিটরের কাজ হলো ---
উত্তর: লেখা ও ছবি দেখানো
CRTs, LEDs and LCDs are --
উত্তর: common types of display screens
What does LCD stand for?
উত্তর: liquid crystal display
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
উত্তর: এলসিডি
..............supports to display black letters in calculator.
উত্তর: LCD
What does LED stand for ?
উত্তর: light emitting diode
পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
উত্তর: পিক্সেল
Color monitors produce multicolor images by combining the colors----
উত্তর: red, green and blue
Pixel of a color monitor consists of 3 color dots. The colors are -
উত্তর: red, green and blue
the three primary colors that can creat other colors are --
উত্তর: red, green and blue
কম্পিউটার মনিটরের ক্ষেত্রে নিচের কোন শব্দটি ছবির সূক্ষ্মতা নির্দেশ করে ?
উত্তর: Resolution
নিচের মনিটর সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি হার্টজ এককে মাপা হয়?
উত্তর: Refresh rate
চোখের উপর চাপ কমাতে চোখ থেকে মনিটর ----------দূরে স্থাপন করা উচিত.
উত্তর: 2-3 feet.
Dots per inch-------
উত্তর: Dots per inch
The output quality of a printer is measured by---
উত্তর: Dot per inch
The term dot per inch (dpi) refers to-
উত্তর: Resolution
DOT MATRIX is a kind of :
উত্তর: Printer