অধ্যায় ৭
প্রশ্নের উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন
কোনটি ডাটাবেজের সবচেয়ে বড় ডাটা টাইপ?
উত্তর: মেমো
কোন ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়?
উত্তর: Hyperlink
শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী?
উত্তর: কারেন্সি
ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?
উত্তর: 1
ডেটাবেজের তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়?
উত্তর: Date/Time
Date of Admission ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন?
উত্তর: ৮
ডেটা টেবিল ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়?
উত্তর: OLE Object
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
উত্তর: ইনডেক্সিং
‘Order by’-SQL কমান্ড ডাটা-
উত্তর: সর্টিং করা হয়
ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কী হয়?
উত্তর: ইনডেক্স ফাইল আপডেট হয়
নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না?
উত্তর: Logical
একটি নির্দিষ্ট ফিন্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কী বলে?
উত্তর: রিলেশন
একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্ক যুক্ত হয় কোনটিতে?
উত্তর: One to many
In an Entity Relationship Diagram many-to-many relationship corresponds to a ________ in actual database.
উত্তর: table
কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়?
উত্তর: Many to Many
তৃতীয় টেবিল থাকে কোন রিলেশনে ?
উত্তর: Many to Many
Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ?
উত্তর: Many to Many
ডেটাবেজ, সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কী আকারে ?
উত্তর: রিপোর্ট
ফ্রন্ট এন্ড হচ্ছে -----
উত্তর: রিপোর্ট
In computer terms, what does 'encryption of data' mean?
উত্তর: Data is encoded so it cannot be read without decoding software
এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য-
উত্তর: প্লেইনটেক্সট
নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়?
উত্তর: প্যারাটি বিট
ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?
উত্তর: ক্রিপ্টোগ্রাফী
এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কোনটি?
উত্তর: টেবিল
Microsoft acess দ্বারা কতজন ব্যবহারকারী এক সাথে update করা যায় ?
উত্তর: ২৫৫
In which window we display data in the form of tables in a row or column format In MS - Access?
উত্তর: Datasheet
ডাটা (Data) শব্দের অর্থ হলো ----
উত্তর: উপাত্ত
Which of the following is a valid ending for a word file?
উত্তর: .doc
The extension of MS-Word file?
উত্তর: .doc
Which of the following is the extension for in Microsoft Word 2007?
উত্তর: .docx
the extension of PowerPoint presentation file is ----
উত্তর: ppt
WAV file format is associated with what type of files?
উত্তর: Sound
একটি Computer file -এর Extension . Mp3 একটা কী ধরনের file?
উত্তর: Audio
Which of the following extensions is used for picture files stored in computer ?
উত্তর: .jpg
'JPG' extension refers usually to what kind of file?
উত্তর: Image file
Which one is not a picture file extension ?
উত্তর: .gps
Which file extensions do indicate only graphics files ?
উত্তর: BMP and GIF
Which of the following are extensions of graphics files?
উত্তর: .BMP
Which file extension indicates only graphics files?
উত্তর: .GIF
A commonly used graphic format for the Web is -
উত্তর: GIF
mpg is an file extension of which type of file---
উত্তর: GIF
'MPG' is an file extension of which type of files?
উত্তর: Video
Which one of the following is an extension of video file format in computers?
উত্তর: .mpg
'MPG' extension refers usually to what kind of file ?
উত্তর: Animation/movie file
MPEG extension refers to :
উত্তর: Video file
PDF বলতে বোঝায় ---
উত্তর: Portable Document Format File
The file extension EXE generally refers to what kind of file?
উত্তর: executable file
ডেটাবেজ ফাইলের এক্সটেনশন কোনটি?
উত্তর: .dbf